পশ্চিম মেদিনীপুর জেলার মহিলাদের নিয়ে একটি কর্মী সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য!

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রাজবাড়ি ময়দানে মহিলাদের নিয়ে একটি কর্মী সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মামনি মান্ডির ডাকে এদি‌ন সভায় সদস্যদের উপস্থিতি ছিল নজরকাড়া।চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "খোকাকেও যেমন অধিকার দেওয়া হচ্ছে তার ভাগ্য নির্ধারণ করার জন্য।

সে যতটা খুশি পড়াশোনা করবে। তেমনই খুকুকেও সাহায্য করা হবে।মেয়েরা চায় সম্মান। তা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক – সব দিক দিয়ে। সারা পৃথিবীর মেয়েরা তা এখনও পায়নি। কিন্তু দিদির জন্য বাংলার মেয়েরা পেয়েছে"। আগামি দিনে গ্রাম থেকে শহর – নির্বাচনী প্রচারের ময়দানে মেয়েদের সম্মান, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রভৃতি প্রকল্পের কথা সবার সামনে যে তুলে ধরতে হবে, সে কথাই যেন বুঝিয়ে গে‌লেন তিনি।