Breaking News: পাকিস্তানের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য,জঙ্গিদের মরদেহে মোড়া হয়েছে পাকিস্তানের জাতীয় পতাকা!
নিজস্ব সংবাদদাতা :এক ভয়াবহ ছবি উঠে এসেছে সামনে, যেখানে দেখা যাচ্ছে—জঙ্গিদের মরদেহে মোড়া হয়েছে পাকিস্তানের জাতীয় পতাকা! শুধু তাই নয়, পাকিস্তানের মুরিদকে ফুটবল স্টেডিয়ামে সেনা ও পুলিশের উপস্থিতিতে জঙ্গিদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান, তাদের জঙ্গি-যোগ নিয়ে। সাধারণত ভারতে জাতীয় পতাকা মোড়ানো হয় সেই সব মানুষদের কফিনে, যাঁরা দেশের জন্য জীবন দিয়েছেন—যেমন সেনা, পুলিশ অথবা গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা।
সেই মর্যাদা পাওয়া মানেই জাতীয় বীরের স্বীকৃতি। কিন্তু এবার পাকিস্তানে একই সম্মান দেওয়া হল জঙ্গিদের? এই ঘটনায় স্তম্ভিত ভারতের নিরাপত্তা বিশ্লেষক মহল ও সাধারণ মানুষ। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সবচেয়ে ভিতরে মুরিদকেতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মঙ্গলবার রাতে। জায়গাটি লাহোর শহর থেকে মাত্র ৪২ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানেই তিন জঙ্গির শেষকৃত্যে দেখা গেল লস্কর শীর্ষ নেতার পাশেই দাঁড়িয়ে পাক সেনা, পাকিস্তানের পুলিশকর্মীরা, অন্য প্রশাসনিক আধিকারিকরও। ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে: ছবিগুলি ভাইরাল হওয়ার পর ভারত জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—যে সম্মান ভারতীয় সেনারা পায়, সেই একই সম্মান কি পাকিস্তান দিচ্ছে জঙ্গিদের?