AIDSO' র নেতৃত্বে ছাত্র ও অভিভাবকদের আন্দোলনের চাপে অবশেষে সরকার নির্ধারিত ভর্তি ফি'র অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হল-পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুল কর্তৃপক্ষ!

পূর্ব মেদিনীপুর নারায়ণ চন্দ্র নায়ক : যেখানে সরকারি স্কুলে ভর্তির ফি ২৪০ টাকা,সেখানে পাঁশকুড়ার ঐতিহ্যবাহী বিদ্যালয় ব্রাডলি বার্ট হাইস্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের থেকে জোরপূর্বক ভর্তি ফি নিচ্ছিলো ১৫০০ টাকা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভর্তিতে সরকার নির্ধারিত ফি'র অতিরিক্ত নেওয়া টাকা ফেরত সহ দুস্থ ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ ফি মকুবের দাবি জানিয়ে ৮ জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্মারকলিপি প্রদান দেয় ছাত্র সংগঠন AIDSO । বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবিগুলির সঙ্গে সম্পূর্ণভাবে সহমত পোষণ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন এবং যে সমস্ত দুস্থ ছাত্র-ছাত্রী অর্থের অভাবে ভর্তি হতে পারছে না,তাদের আবেদন করার কথা জানান। কিন্তু ব্যক্তিগতভাবে অভিভাবকরা ভর্তির অতিরিক্ত টাকা ফেরতের আবেদন করলেও তেমনভাবে সাড়া পাওয়া যাচ্ছিল না স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। আবেদনপত্র জমা নিলেও নানান টালবাহানা করছিল কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে আজ AIDSO সমস্ত অভিভাবকদের সম্মিলিত করে স্কুলের প্রধান শিক্ষকের কাছে যৌথভাবে ডেপুটেশন দিয়ে টাকা ফেরত দেওয়ায় আবেদন জানায়। আন্দোলনের চাপে অবশেষে আজই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আবেদন ছাড়াই অতি দ্রুত অতিরিক্ত ভর্তি ফি ফেরত দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন। এই আন্দোলনে নেতৃত্ব দেন সংগঠনের পাঁশকুড়া আঞ্চলিক কমিটির সম্পাদিকা বিদিশা জানা সহ আঞ্চলিক কমিটির সদস্য শুভঙ্কর প্রামানিক,রুপসোনা খাতুন,বর্ষা মানিক। অভিভাবকদের পক্ষে নেতৃত্ব দেন মহতপুরের বাসিন্দা গণেশ মাইতি।

এ প্রসঙ্গে AIDSO পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদিকা নিরুপমা বক্সি বলেন, " ছাত্র আন্দোলনের চাপে আজ ব্রাডলি বার্ট স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত ফি ফেরত দেওয়ার বিজ্ঞপ্তি দিতে বাধ্য হলো। আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত ছাত্র ও অভিভাবকদের সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি"।