কুকুরের কামড়ে মৃত্যু হল জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট সহ এক জনের!
নিজস্ব সংবাদদাতা: গত মাসে উত্তরপ্রদেশের রাজ্যস্তরের কবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কির মৃত্যু হয়েছিল কুকুরের কামড়ে। এবার কুকুরের কামড়ে প্রাণ হারালেন জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট ওড়িশার বাসিন্দা যোগেন্দ্র ছাত্রিয়ার। বয়স ৩৩ বছর। স্থানীয় মাধ্যমে জানা যায়, গত ২৩ জুলাই বেশ কয়েক জন পড়ুয়া এবং যোগেন্দ্র রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কুকুর যোগেন্দ্র-সহ মোট ৬ জনকে কামড়ায়। তাঁদের সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওড়িশার স্থানীয় বোলাঙ্গির জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় বুরলায়তে। চিকিৎসার পর ৪ জন সুস্থ হয়ে উঠলেও কিন্তু যোগেন্দ্র এবং হৃষীকেশ রানা নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কা ছিল। শেষে শনিবার দু’জনেরই মৃত্যু হয়। গত মাসে কেন্দ্র জানিয়েছিল যে, ২০২৪ সালে ভারতে ৩৭ লক্ষেরও বেশি কুকুরের কামড়ের ঘটনা এবং ৫৪ জন মানুষের জলাতঙ্কের মৃত্যু রেকর্ড করা হয়েছে।