পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে স্মারকলিপি প্রদান করলো পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান এবং আংশিক সময়ের শিক্ষকদের সরকারি আওতার মধ্যে নিয়ে আসার দাবিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দপ্তরে স্মারকলিপি প্রদান করলো পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। স্মারকলিপি প্রদানের আগে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয় সংগঠনের পক্ষ থেকে। বিক্ষোভ ডেপুটেশনের আগে সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় ৭৪ জন আংশিক সময়ের শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাদান করে চলেছেন, একই সাথে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায় সমস্ত কার্যক্রম করতে হয়। কেউ ৫ বছর কেউ বা ১০ বছর যাবৎ এভাবেই কাজ করে চলেছেন, অথচ সেইসব আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাদের বেতন ২০০০/৪০০০ টাকা করে দেওয়া হচ্ছে। তাই আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাদের সরকারি আওতার মধ্যে নিয়ে আসার মধ্য দিয়ে সরকারি মর্যাদা দেওয়া এবং ৬০ বছর কাজের নিশ্চয়তা প্রদানের দাবিতে এদিনের বিক্ষোভ ডেপুটেশন।