দেশের সর্বোচ্চ স্তরের সরকারি পরীক্ষা ইউপিএসসি দেশের মধ্যে প্রথম হয়েছেন আসানসোলের ছেলে!

নিজস্ব সংবাদাতা :  ইউপিএসসি–র ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় দেশে প্রথম স্থান অধিকার করলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। সর্বোচ্চ স্তরের গুরুত্বপূর্ণ এই সরকারি চাকরির পরীক্ষায় নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত সিঞ্চনের পরিবার।তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । আসানসোলের ইসমাইলে মাদার টেরিজা সরণিতে সিঞ্চনের বাড়িতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (হীরাপুর) ঈপ্সিতা দত্ত। তাঁর সঙ্গে ছিলেন সার্কেল ইন্সপেক্টর অশোক সিনহা মহাপাত্র, হিরাপুর থানার অফিসার অজিত কুণ্ডু ও টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য। আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। দ্বিতীয়বারের চেষ্টায় ২০২৪ সালের ইউপিএসসি-র আইএসএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন তিনি।