বর্ষার ডেঙ্গি দাপট, বাড়ছে আক্রান্ত!
নিজস্ব সংবাদদাতা : বর্ষার ডেঙ্গি নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে পশ্চিম বর্ধমান জেলায় ডেঙ্গির সংখ্যা। প্রসঙ্গত সম্প্রতি টানা ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন জায়গায় জল জমেছে। তারপরই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। স্বাস্থ্য দফতের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬৫ জন । তার মধ্যে আসানসোল পুরনিগম এলাকায় ৮৫ জন এবং দুর্গাপুর পুরনিগম এলাকায় ৬৫ জন। এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান। পাশাপাশি তিনি জানান, জেলার সব ব্লকে এক বা দুজন করে ডেঙ্গু আক্রান্তর খোঁজ পাওয়া গেলেও অন্ডাল ও কাঁকসায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি।ডেঙ্গু মোকাবিলায় জেলাস্তরে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে তেমনই আসানসোল পুরনিগমের তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আসানসোলের দুটি, রানিগঞ্জ, কুলটি ও জামুরিয়ার তিনটি সহ মোট পাঁচটি স্বাস্থ্য কেন্দ্রে এই রোগে কেউ আক্রান্ত কিনা তা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।