ঘাটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে দাসপুরের শোলাটোপা খাল সংস্কারের!

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রতীক্ষার অবসান পরে দাসপুরের শোলাটোপা খাল সংস্কারের মাধ্যমে মাস্টারপ্ল্যানের দ্বিতীয় ধাপের কাজ শুরু করল। ১৯শে নভেম্বর বুধবার কাজ সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর অতিরিক্ত জেলাশাসক, ঘাটাল মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জী, দাসপুর ১- এর বিডিও দীপঙ্কর বিশ্বাস, দাসপুর ২- এর বিডিও প্রবীর কুমার সিট সহ জেলা পরিষদের দুই সদস্য ও সদস্য।দাসপুর-২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েত এলাকার সোনামুই-দিল্লির খালপাড় এলাকা থেকে সীতাপুর হয়ে জোতঘনশ্যাম পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ শোলাটোপা খাল। এই খাল সংস্কার হলে এলাকার কৃষকদের দীর্ঘ দিনের চাষের সমস্যা মিটবে বলেই দাবি ব্লক প্রশাসনের। জানা যায়, দাসপুর ২ ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ সাড়ে ১৪মিটার এই খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে গৌরা, খুকুড়দহ ও জোতঘনশ্যাম এই তিন গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার কৃষকের ফসল নষ্ট হয়ে পড়ে বর্ষার সময়। খালের প্রস্থান মুখ বন্ধ হওয়ার কারনে জল নিকাশি না হওয়ার ফলে অতিরিক্ত জল খালে জমা হয়ে সেই জল পড়ত কৃষকদের জমিতে, যার ফলে ধান সহ অন্যান্য সবজি প্রায় নষ্ট হয়ে যেত।