পশ্চিম মেদিনীপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী কবি প্রণাম!

নিজস্ব সংবাদদাতা : ৯ই মে শুক্রবার রবীন্দ্রজয়ন্তী বা পঁচিশে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। এই সাংস্কৃতিক উৎসবে যোগদান করলো পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের জগদীশ চন্দ্র দাস ভবনের সভাগৃহে শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো কবি প্রণাম অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথের মূর্তিতে এবং বিদ্যাসাগরের ও শিক্ষাব্রতী জগদীশ চন্দ্র দাসের মূর্তিতে মাল্যদান করা হয়। আবৃত্তি, নৃত্য, সঙ্গীতের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে বিদ্যালয়ের ছাত্রীরা।অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি, নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্রের তত্ত্বাবধানে মনোজ্ঞ নৃত্য উপস্থাপন করেন শেষাদ্রী ডান্স একাডেমীর ছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়, সহকারী প্রধান শিক্ষিকা সুতপা বসু, সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি, নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র প্রমুখ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকাগণ, শিক্ষাকর্মীগণ ও ছাত্রীবৃন্দ।