পশ্চিম মেদিনীপুর পুজো পারমিশন পোর্টাল চালু করা হল!

নিজস্ব সংবাদদাতা :  বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে দুর্গাপুজো করার ছাড়পত্রের জন্য আবেদনের নতুন পোর্টাল চালু হল। ওই পোর্টালের মাধ্যমে ক্লাব বা সংগঠনগুলিকে পুজো আয়োজনের অনুমতি চাইতে হবে। পোর্টালে প্রশাসনের ছাড়পত্র মিললে পুজোর আয়োজন করতে পারবেন উদ্যোক্তারা। উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি প্রমুখ ,মহকুমা শাসক সুমন বিশ্বাস অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখবৃন্দ।জেলাশাসক বলেন, "এই পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে পুজো উদ্যোক্তারা খুব সহজেই পুজোর অনুমতি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক প্রশংসনীয় উদ্যোগ। আমি এজন্য জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাব।” অপরদিকে, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "বিভিন্ন ঝামেলা বা জটিলতা কমানোর জন্যই আবেদন পদ্ধতি অনলাইন মাধ্যমে করা হয়েছে। এতে সময়ও কম লাগবে। ‘পশ্চিম মেদিনীপুর পুজো পারমিশন’ নামের পোর্টাল খুললেই উদ্যোক্তারা পুজোর জন্য আবেদন করতে পারবেন। এর জন্য কোনও দফতরে যেতে হবে না।