SIR নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের সংবাদ সম্মেলন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে SIR বা Special Summary Revision of Electoral Roll প্রক্রিয়া। প্রথম দিনেই জেলার প্রতিটি ব্লক ও শহরাঞ্চলে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটার দের হাতে তুলে দিয়েছেন ইনুমারেশন ফর্ম।

পশ্চিম মেদিনীপুর জেলার নবনিযুক্ত জেলাশাসক বিজিন কৃষ্ণা মঙ্গলবার ৪ঠা নভেম্বর বিকেলে একটি সাংবাদিক বৈঠকে জানান, প্রথম দিন জেলাজুড়ে খুবই সুন্দরভাবে কাজ সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। জেলার সব BLO-রা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। জেলাশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত জেলায় মোট ১ লক্ষ ১৫ হাজার ৪৫৬ জন ভোটারকে এনুমারেশন ফর্ম প্রদান করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে এই সংখ্যা আরও বাড়বে।

প্রথম দিনেই এই পরিমাণ সাড়া প্রশাসনের কাছে বিশেষ আশাব্যঞ্জক বলেই মনে করা হচ্ছে। জেলা প্রশাসনের আশা, সাধারণ মানুষের সহযোগিতায় SIR প্রক্রিয়া হবে সম্পূর্ণ নির্ভুল ও শান্তিপূর্ণ।