প্লাবিত পশ্চিম মেদিনীপুর, দাসপুরে ধসে গেল দোতলা বাড়ি, কেশপুরে মৃত এক!
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : কাঁসাই নদীর বাঁধ ভেঙে দাসপুর, ডেবরার মতো অঞ্চলে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। রাত থেকে জল ঢুকছে গ্রামগুলিতে। দাসপুরে একটি আস্ত দোতলা বাড়ি ক্রমে জলে তলিয়ে যাচ্ছে। বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। কেশপুরে বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে এক ১০ বছরের শিশুর। ডেবরায় লোয়াদা সদর ঘাটের মুখে কাঁসাই নদীর বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। মঙ্গলবার রাত থেকে বালির বস্তা দিয়ে জল ঠেকানোর চেষ্টা করছিলেন স্থানীয়েরা। কিন্তু তাতে লাভ হয়নি। রাতে গ্রামে জল ঢুকে পড়ায় জেগে কাটাতে হয়েছে বহু মানুষকে। ডেবরা থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। জলমগ্ন হয়ে পড়েছে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের মতো এলাকাও। দাসপুরে ২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় বুধবার জলের তোড়ে ভেঙে পড়েছে দোতলা বাড়ির একাংশ। পলাশপাই খালের বাঁধ ভেঙে ক্রমে ওই বাড়ি জলে তলিয়ে যাচ্ছে। প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বাড়ির বাসিন্দা ও জিনিসপত্র সরানোর কাজ চলছে। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়ির মালিকের নাম স্বপন প্রামাণিক। দাসপুরে ১ ব্লকের সামাট গ্রামেও কাঁসাই নদীর বাঁধ ভেঙে গিয়েছে। গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। একের পর এক বাঁধ ভাঙায় স্থানীয়েরা আতঙ্কিত।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যা পরিস্থিতিতে জেলার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক খুরশিদ আলী কাদরী , পুলিশ সুপার শ্রী ধৃতিমান সরকার,মহকুমাশাসক সুমন বিশ্বাস, আই.পি.এস মহাশয় বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল, ঔষধ, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, খড়্গপুর, এস.ডি.পি.ও., ঘাটাল, সি.আই., ঘাটাল, ও.সি, ঘাটাল থানা এবং অন্যান্য পুলিশ আধিকারিক।