পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রাস্তায় চলছে নৌকো,এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বেশ কয়েকদিন ধরে রাজ্যজুড়ে বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে ধীরে ধীরে জল কমছে, বন্যা প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। কিছুটা স্বস্তি ফিরলেও দুর্ভোগ এখনও কাটছে না। রাস্তায়, বাড়ি ঘরে এখনও জল। মানুষের জীবন জীবিকা কিংবা এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার জন্য সাধারণ মানুষের ভরসা নৌকা। স্বাভাবিকভাবে দুর্যোগ কাটলেও দুর্ভোগ এখনও কাটেনি। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। বাড়ছে সাপের উপদ্রব। ঘাটালের বন্যা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে। ঘাটালের জলমগ্ন প্রত্যন্ত গ্রামগুলিতে বহু মানুষ নদীর পাড়ে বা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। খোলা আকাশের নীচে ত্রিপল খাটিয়ে বহু মানুষ রয়েছেন। প্রশাসনের তরফে অবশ্য ত্রাণ শিবির খোলা হয়েছে। তবে সকলে ত্রাণ শিবিরে পৌঁছতে পারছে না বলে অভিযোগ। কারণ, নৌকার অভাব। ব্লকের আজবনগর, দেওয়ানচক, মনসুকা, মোহনপুর, বীরসিংহ, সুলতানপুর,ইড়পালা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ একতলা বাড়ি ডুবে রয়েছে। সেখানে মূলত পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। বিদ্যুৎ নেই। অভাব মোমবাতির। সমস্যা রয়েছে জ্বালানিরও।