শালবনি ব্লকের গাইঘাটার জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার !

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৮ নম্বর গড়মাল গ্রাম পঞ্চায়েতের গাইঘাটার জঙ্গলে স্থানীয় বাসিন্দারা শুকনো গাছের ডাল কুড়াতে গিয়ে দেখতে পায় একটি গাছে এক ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারা গ্রামে ফিরে এসে বিষয়টি গ্রামবাসীদের জানান। গ্রামবাসীরা গাইঘাটার জঙ্গলে গিয়ে মৃত ব্যক্তিকে সনাক্ত করার চেষ্টা করে এলাকার বাসিন্দারা। তবে মৃতদেহটি দেখার পর গ্রামবাসীরা জানায় মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নয়।

এর পর গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি ফোন করে শালবনি ব্লকের পিড়াকাটা ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি । পুলিশ মৃত অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম ও পরিচয় জানার জন্য তদন্তের কাজ শুরু করেছে। সেই সঙ্গে খুন না আত্মহত্যার ঘটনা তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে গাইঘাটা সব পার্শ্ববর্তী এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে।