জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরে বিজেপির মণ্ডল সভাপতি-সহ ৩১ জন নেতাকর্মী দল ছাড়তে চাইলেন!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরে বিজেপির মণ্ডল সভাপতি-সহ ৩১ জন নেতাকর্মী দল ছাড়তে চাইলেন। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তাঁরা। ৩১ জনের স্বাক্ষরিত ওই ইস্তফাপত্রে লেখা হয়েছে, বিজেপির কাজকর্মে তাঁরা হতাশ।বস্তুত, ইমেল এবং হোয়াটসঅ্যাপে যে ইস্তফাপত্র পাঠানো হয়েছে, তাতে নাম রয়েছে বিজেপির বহিষ্কৃত মণ্ডল সভাপতি তপন কুইল্যার নাম। এ ছাড়াও সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, কিসান মোর্চার সভাপতি, যুব মোর্চার সাধারণ সম্পাদকের নাম আছে। ওই চিঠি গিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত ছাড়াও স্থানীয় সাংসদ দিলীপ ঘোষ, বিজেপি নেতা অমিত মালব্য-সহ ১০ জনের কাছে। বেলদা থানার নারায়ণগড়ের বিজেপি নেতাকর্মীরা দল ছাড়তে চেয়ে জানিয়েছেন জেলা নেতৃত্বদের কাজকর্মে তাঁর হতাশ। শুক্রবার রাতে চকবলি বিজেপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভও হয়। তার পরই এই দলত্যাগের সিদ্ধান্ত নেন তাঁরা।