মেদিনীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের রণ সংকল্প সভায় নজরকাড়া প্রতিবাদ কর্মসূচি!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আজ ১৬ই শুক্রবার  মেদিনীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের রণ সংকল্প সভায় নজরকাড়া প্রতিবাদ কর্মসূচি। সভামঞ্চের র‍্যাম্পে সেই সব মানুষজন, যাঁরা বাস্তবে জীবিত হলেও নির্বাচন কমিশনের নথিতে ‘মৃত’ হিসেবে চিহ্নিত বলে অভিযোগ।

এই ঘটনাকে সামনে রেখে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলার সাধারণ মানুষ যেহেতু বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, তাই তাঁদের ভোটাধিকার কেড়ে নিতে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে ‘মৃত’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “যাঁরা আজ এই মঞ্চে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, তাঁরা সবাই জীবিত। কিন্তু বিজেপির দালাল নির্বাচন কমিশনের চোখে ছানি পড়েছে তাই এদেরকে জীবিত থাকার কারণেও মৃত্যু বলে ঘোষণা করেছে।

এটাই আজকের ভারতের গণতন্ত্র। অভিষেকের আরও অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ চক্রান্তে বাংলার ভোটারদের অপমান করা হচ্ছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এই ঘটনার মাধ্যমে সেই চক্রান্তের প্রমাণ আপনাদের সামনেই তুলে দিলাম।