এবিটিএ মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা!
নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর শহরের নারায়ণ বিদ্যাভবন বয়েজ হাইস্কুলে অনুষ্ঠিত হলো এবিটিএ মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। চারাগাছে জল ঢেলে এদিনের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক তথা প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক ড.মধুপ দে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক জগন্নাথ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ডোগরা, সদর মহকুমা সম্পাদক শ্যামল ঘোষ ও সভাপতি সুরেশ পড়িয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সম্পাদক গৌরী শংকর সাহু। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সভাপতি সুদীপ কুমার খাঁড়া। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লব সরকার সবিতা মান্না,আল্পানা দেবনাথ বসু, বসুধা মজুমদার,অলিপ ঘোষ, অনিন্দিতা শাসমল, শান্তনু সিনহা, সোমনাথ দেব প্রমুখ শিক্ষক নেতৃত্ব । ছিলেন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ও সংগঠকগন।প্রায় দেড়শো ছাত্র-ছাত্রীদে প্রতিযোগী হিসেবে এদিনের প্রতিযোগিতার শ্রেণী ভিত্তিক চারটি বিভাগে প্রায় ৩০ টি ইভেন্ট অংশ নেয়। বাংলা,হিন্দি, সাঁওতালি ,উর্দু ভাষায় আবৃত্তি,বাংলা ও সাঁওতালি সঙ্গীত, প্রবন্ধ রচনা,বসে আঁকো, নৃত্য, তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন বিষয় প্রতিযোগিতা হয়।সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীরা আগামী ২৫ শে আগষ্ট মেদিনীপুরের রাঙামাটি কিরণময়ী হাইস্কুলে অনুষ্ঠিতব্য মহকুমা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাগ্মী নন্দদুলাল ভট্টাচার্য, বিশিষ্ট সাহিত্যিক ও চিকিৎসক ডাঃ বিমল গুড়িয়া, বিশিষ্ট প্রাবন্ধিক অতনু মিত্র, বিশিষ্ট সঞ্চালক শিক্ষক স্নেহাশিস চৌধুরী, বিশিষ্ট চিত্রশিল্পী প্রদীপ বসু, চিত্রশিল্পী শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু, অধ্যাপক সুকুমার মুর্মু,শিক্ষক গনেশ টুডু, প্রাক্তন প্রধান শিক্ষিকা গোপা ব্যানার্জী,বিশিষ্ট নৃত্যশিল্পী শিক্ষিকা সোমা চট্টরাজ, নৃত্যশিল্পী সৈকত মুখার্জি,বাচিক শিল্পী রত্না দে,বাচিক শিল্পী, সঞ্চালক শিক্ষক অর্ণব বেরা, বাচিক শিল্পী সুজাতা চক্রবর্তী, সঙ্গীতশিল্পী শিক্ষিকা মিতালী সিনহা, সঙ্গীতশিল্পী শিক্ষিকা সুমিতা ভট্টাচার্য,শিক্ষিকা স্বপ্না সরকার ও অর্পিতা ভদ্র, শিক্ষক কাদের মন্ডল প্রমুখ। প্রতিযোগিতা ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।