পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ রোধ সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি!
নিজস্ব সংবাদদাতা: বাল্য বিবাহ রোধ করি, সুস্থ্য সবল জাতি গড়ি। হাত ধরেছি আমরা সবাই, বাল্যবিয়ে রুখবোরে ভাই। উন্নত সমাজের মাঝে এখনো কিছু কিছু বিষয় যেনো ব্যাথা দেয়। বাল্যবিবাহ সেরকমই এক জ্বলন্ত উদাহরন। বেশীরভাগ ক্ষেত্রেই কন্যাসন্তানের ওপর প্রভাব পড়ে বেশী। পেছনে রয়েছে অনেক অসচেতনতা, অনেক আশঙ্কা।পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বাল্যবিবাহের পরিমাণ। এই সমস্যার সমাধান করতে এবার কোমর বেঁধে নামল জেলা প্রশাসন।তাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ রোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, জেলা শাসক, খড়গপুর গ্রামীণ, দাসপুর, কেশিয়াড়ি ও ডেবরা বিধানসভা কেন্দ্রের বিধায়কগণ, এম.কে.ডি.এ.-র চেয়ারম্যান, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত), পি.ডি.-ডি.আর.ডি.সি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমা শাসক (মেদিনীপুর সদর) সহ অন্যান্য বিশিষ্টজনেরা। একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের মাধ্যমে বাল্যবিবাহের শারীরিক ও মানসিক কুফল তুলে ধরা হয়। একই সঙ্গে, গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলার উপায় নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে সমাজের নানা বাধা অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছনো কয়েকজন মহিলাকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া জেলার প্রত্যন্ত এলাকাতেও বসানো হয়েছে বিশেষ সাইনবোর্ড। সেই সাইনবোর্ডে বিভিন্ন ভাষায় থাকবে জেলা শিশু হেল্পলাইন নম্বর (১০৯৮ ও ১১২)। একইসঙ্গে বাল্যবিবাহ রোধে ব্যবস্থা না নিলেই কড়া পদক্ষেপ নেওয়ার হবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে।