বলাকা অ্যালামনি এসোসিয়েশনের সামাজিক কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা : নারী শিক্ষা প্রসারে রাজ্যের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত)-এর প্রাক্তনী সংসদ 'বলাকা অ্যালামনি এসোসিয়েশন' তার সামাজিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে উৎসবের লক্ষ্যে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অবস্থিত জনকল্যাণ ভবনের ৩০ জন বৃদ্ধ-বৃদ্ধাকে আবাসিককে বিছানার নতুন চাদর ও খাদ্য সামগ্রী বিতরণ করে। বলাকার সহ-সভাপতি অধ্যাপিকা গার্গী মেদ্দা জানান, 'বলাকা' এই মহৎ কার্যে সংযুক্ত হতে পেরে গর্বিত।বলাকার সম্পাদিকা অধ্যাপিকা অংশুমিত্রা নাগ জানান ,সকল আবাসিকদের হাতে উৎসবের মরসুমে সামান্য উপহার তুলে দিতে পেরে তাঁরা খুশি। পাশাপাশি তিনি জানান ভবিষ্যতে তাঁরা তাঁদের সামর্থ্য মতো আরও বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করবেন। এদিনের কর্মসূচিতে 'বলাকা'-র পক্ষে উপস্থিত ছিলেন সমাজকর্মী অঞ্জনা পাল, অধ্যাপিকা রশ্মি মুখার্জি, সমাজকর্মী রীতা বেরা, সমাজকর্মী সাগরিকা রজক দাস, অধ্যাপিকা গার্গী মেদ্দা,অধ্যাপিকা অংশুমিত্রা নাগ প্রমুখ। 'বলাকা'-র উপহার পেয়ে খুশি আবাসিকরা বলাকার সদস্যাদের আশীর্বাদ করেন।