উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে সাংসদ ও বিধায়ক উপর আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনায় শহরে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠল মেদিনীপুর জেলা বিজেপি। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে শহরে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। মেদিনীপুর কলেজ মাঠ থেকে মিছিল শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। স্লোগানে মুখর মিছিল জেলা শাসকের দফতরের গেটের সামনে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে পরে জেলা শাসকের হাতে লিখিত ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্বরা।

অভিযানকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব, মণ্ডল সভাপতি, আদিবাসী সমাজের প্রতিনিধিসহ অসংখ্য কর্মী-সমর্থক।জেলা বিজেপির নেতৃত্বের অভিযোগ, “রাজ্যে বিরোধী দলের নির্বাচিত জন প্রতিনিধিরাও আজ নিরাপত্তাহীন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রশাসনের মদতে হামলা চালাচ্ছে। বিজেপির পক্ষ থেকে জানিয়েছে, যদি দোষীদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তবে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।