ব্রাহ্মণ ট্রাস্ট এর আয়োজনে সবং ব্লকে পুজোপাঠ প্রশিক্ষণ শিবির!

অরিন্দম চক্রবর্তী : পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সবং ব্লক কমিটির আয়োজনে ২৬,২৭ ও ২৮শে আশ্বিন ১৪৩২ সোমবার,মঙ্গলবার ও বুধবার তিন দিনব্যাপী সবং ব্লকের ৯ নম্বর অঞ্চলের খাগড়াগেড়িয়া হাই স্কুলে চলছে পূজোপাঠ প্রশিক্ষণ শিবির।

শিবিরে প্রশিক্ষণ দেন বিশিষ্ট পণ্ডিত কালী কিংকর সন বিগ্রহী ও ব্রাহ্মণ পণ্ডিত মণ্ডলের সভাপতি ভূতনাথ ভট্টাচার্য। সকাল ন'টায় পতাকা উত্তোলন, রামকৃষ্ণ দেবের মূর্তিতে মাল্যদান ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে প্রশিক্ষণ শিবির শুরু হয়। পাঁশকুড়া, মেচেদা, বালিচক, পটাশপুর সহ সবং ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৮০ জন ব্রাহ্মণ পুত্র এই পূজা পাঠের প্রশিক্ষণ নেয়।

শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি গোপাল চক্রবর্তী, সবং ব্লকের ট্রাস্টের সম্পাদক দিগম্বর পতি, সহ-সভাপতি চন্ডীচরণ মিশ্র, সনাতন দর্পণ পত্রিকার সম্পাদক পদ্মনাভ মিশ্র, সভাপতি ও পন্ডিত প্রবর চক্রপাণী চক্রবর্তী। এছাড়া ছিলেন জেলা কমিটির সদস্য তরুণ চক্রবর্তী এবং তিন নম্বর অঞ্চল কমিটির সদস্য তন্ময় চক্রবর্তী।