বিজেপি প্রার্থীর সমর্থনে মেদিনীপুরে পায়ে হেঁটে ভোট প্রচার শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিজেপি দলীয় কার্যালয় থেকে
মেদিনীপুরে পায়ে হেঁটে এবং মোটর সাইকেলে চড়ে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে ভোট প্রচার শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুরের সিপাইবাজার দলীয় কার্যালয় থেকে বেরিয়ে কিছুক্ষন পায়ে হেঁটে ভোট প্রচারের পর দলীয় নেতৃত্বের বাইকে চড়ে নির্বাচনী প্রচার করলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন মেদিনীপুর শহর জুড়ে মহামিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর, কিন্তু নির্বাচন কমিশনের তরফে অনুমতি বাতিল করায় এদিন এভাবেই দলীয় প্রার্থীর হয়ে প্রচার করলেন শুভেন্দু অধিকারী।মেদিনীপুর শহরের বিভিন্ন মোড়ে পায়ে হেঁটে পথচারী মানুষ এবং পার্শ্ববর্তী দোকানদারদের হাতে লিফলেট তুলে দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন আর জি কর এ ডাক্তার বোনের দোষীদের শাস্তি দিতে মেদিনীপুরের মানুষকেও এগিয়ে আসতে হবে এবং বিজেপির হাত শক্ত করতে হবে। পরে দলীয় কর্মী সমর্থকদের বাইকে চড়েই মেদিনীপুর শহরের মানুষের সাথে জনসংযোগ সারলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।