পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের থেকে উদ্ধার চোলাই মদ নষ্ট করল!

পশ্চিম মেদিনীপুরসেখ ওয়ারেশ আলী : ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজারে এলাকায়।চোলাই মদের কারবার বন্ধ করতে তৎপর হলো তারা, হঠাৎ করেই গ্রামের মহিলারা একত্রিত হয়ে হাতে লাঠি নিয়ে গ্রামের যে সমস্ত বাড়িতে চোলাই কারবার করা হয় সেই সমস্ত বাড়িতে অভিযান চালাল তারা। চোলাই মদ উদ্ধার করে নষ্ট করল তারা, এদিন চোলাই উচ্ছেদে গিয়ে প্রমীলা বাহিনীর মহিলাদেরই শুনতে হল তারা নিজেরাই চোলাই মোদের কারবার করে আবার কেন তারা চোলাই উচ্ছেদ করতে আসছে,উভয় পক্ষের শুরু হয় বাকবিতণ্ডা । জানা য়ায় দীর্ঘদিন ধরে এই গ্রামে রমরমে চলছিল চলেই মদের কারবার, অবশেষে এক যুবক চোলাই খেয়ে অসুস্থ হওয়ার কারণে গ্রামের প্রমিলা বাহিনীরা তৎপর হল। তাদের দাবি মদ খেয়ে বাড়িতে অশান্তি শুরু হচ্ছে, গ্রামের ছেলের অসুস্থ হচ্ছে, তাই তারা চোলাই মদ তৈরি -বিক্রি বন্ধ করবে এলাকা থেকে।