বোনের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : একমাত্র বোনের জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করে চন্দ্রকোনা রোডের বড় ডাবচা এলাকার বাসিন্দা সুমন সার। বড় ডাবচা অধিবাসী প্রসেনজিৎ সার পেশায় চাষী, দুই ছেলে ও এক মেয়ে তার পরিবারের। সুমন ও বিষহরি আদরের বোন পিতাশ এর ১৪ তম বর্ষ জন্মদিন পালন করেন আর এই জন্মদিন কে সামনে রেখে শীতকালীন রক্তের সংকট মেটাতে এই রক্তদানের আয়োজন করা হয় সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের অফিস প্রাঙ্গণ। এই দিন প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দান করে, রক্ত সংগ্রহ করেন শালবনি ব্লাড ব্যাংক। দাদা সুমন বলেন পিতাশ আমাদের একমাত্র বোন, নবকুলা হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার জন্মদিনে প্রতিবছরই আমরা এলাকার বাসিকে সঙ্গে নিয়ে কিছু না কিছু সমাজসেবী কাজের মধ্যে দিয়ে জন্মদিন পালন করি। শিবিরে প্রত্যেক রক্ত তার হাতে তুলে দেওয়া হয় জন্মদিনের মুখ মিষ্টি উপহার। সকলের সঙ্গে নিয়ে হইচই হুল্লোড় করে মধ্যাহ্নভোজন এর সঙ্গে জন্মদিনের উৎসব মেজাজ।