শনিবার সাতসকালে চন্দ্রকোনা রোডের ঢুকি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের ঢুকি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল শনিবার সাতসকালে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায় একটি পিকআপ ভ্যান শ্রমিক বোঝাই। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের শামীম মণ্ডল নামে । গুরুতর জখম হয়েছেন অন্তত ১৩ জন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে, গুইয়দাহ এলাকা থেকে শালবনীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন একদল শ্রমিক। প্রতিদিনের মতোই তারা নির্মাণকাজে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারায় পিকআপ ভ্যানটি উল্টে যায়।

ভ্যানের ভেতরে থাকা শ্রমিকরা চিৎকার শুরু করলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি উদ্ধার করে আহতদের নিয়ে যাওয়া হয় শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে।দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ।আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় শালবনি সুপারস্পেস্যালিটি হাসপাতালে।

আশঙ্কা জনক হওয়ায ইতিমধ্যে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় শামীম মন্ডল নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনা স্থলেই।এই ঘটনার খবর পাওয়ামাত্রই হাসপাতালে ছুটে যান বিধায়ক সুজয় হাজার এবং প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। দু’জনেই নিহত এবং আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মৃত শ্রমিক শামীম মণ্ডলের দেহ ময়না তদন্তের ওর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঢুকি ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই কুবাই ব্রিজে রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।এলাকাবাসীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এই অঘটনে শোকের ছায়া নেমে এসেছে শ্রমিক পরিবারে। প্রতিদিনের রুটিন কাজের উদ্দেশ্যে বেরিয়ে আসা শ্রমিকরা এমন বিপর্যয়ের মুখোমুখি হবেন, তা কেউ কল্পনাও করতে পারেননি।