ভক্তি ও লোকসংস্কৃতির মিলনে দরখোলায় শেষ হল মা দমদমা মায়ের মেলা!
চন্দ্রকোনা রোড, অভিজিৎ সাহা : বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে ১৯ই জানুয়ারি , সোমবার চন্দ্রকোনা রোড জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ সহায়ক সামগ্রী ও উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিটি যৌথভাবে পরিচালনা করে গড়বেতা তৃতীয় সার্কেল ও গড়বেতা দক্ষিণ সার্কেল। পৃষ্ঠপোষকতায় ছিল সমগ্র শিক্ষা মিশন, পশ্চিম মেদিনীপুর।
এই কর্মসূচিতে মোট ৪১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার, হিয়ারিং এইড, ব্রেইল বই, বেইল সিলেট ও অন্যান্য সহায়ক শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এই সামগ্রীগুলি শিশুদের শিক্ষালাভের পাশাপাশি দৈনন্দিন জীবনে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে বলে মত শিক্ষা আধিকারিকদের।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক ডক্টর সুকুমার গোস্বামী। তিনি তাঁর বক্তব্যে বলেন,“বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। শুধুমাত্র সামগ্রী বিতরণ নয়, তাঁদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
বক্তব্যের পাশাপাশি ড. সুকুমার গোস্বামী জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক ঘণ্টা ধরে ছাত্রছাত্রীদের পাঠদান করেন। তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যকলাপ (অ্যাক্টিভিটিস) শেখান, যা শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।বিদ্যালয় চত্বরে এদিন এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অভিভাবকরা এই উদ্যোগের জন্য শিক্ষা দপ্তর ও সমগ্র শিক্ষা মিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এই ধরনের সহায়ক কর্মসূচি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত সহায়ক।এই কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণিত হল—সঠিক পরিকল্পনা ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমাজের মূল স্রোতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।