চন্দ্রকোনা রোডে সভা থেকে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে তোপ শুভেন্দুর,‘সব তুলে নেব’ হুঁশিয়ারি!
পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী: মঙ্গলবার চন্দ্রকোনা রোডের রাম মন্দির সংলগ্ন এলাকায় আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’-য় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত শনিবারের ঘটনার প্রসঙ্গ তোলেন। একই সঙ্গে তিনি পুলিশের ভূমিকার তীব্র ও প্রকাশ্য সমালোচনা করেন।শুভেন্দু অধিকারী বলেন, “যারা আমার উপর আক্রমণ করেছে, আমার গাড়িতে হামলা চালিয়েছে এবং আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ জামিন যোগ্য ধারায় মামলা করেছে। অথচ আমি সহ আমার ৯জন কর্মী, যারা তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিল, তাদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।” তিনি আরও দাবি করেন, “লক্ষণ শেঠ ও সুশান্ত ঘোষকে আমি জেল খাটিয়েছি। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বদলও হবে, বদলাও হবে সব তুলে নেব” এমনই মঞ্চ থেকে ফুলকার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। দলীয় কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বিজেপিকে জয়ী করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে লড়াইয়ে নামার বার্তাও দেন তিনি।