মেদিনীপুর সিপিআই-এর জেলা সম্মেলনে জাতপাত ও ধর্মের রাজনীতির বিরুদ্ধে সরব হলেন রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি!
নিজস্ব সংবাদদাতা: বিজেপি এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের যে জাতপাত এবং ধর্মের রাজনীতি আমদানি করেছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে মঞ্চ গঠন করে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানালেন ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি। তিনি বলেন, আমরা এত বছর ধরে রাজনীতি করেছি, মানুষের ভাত কাপড়ের জন্য, বেকারদের কাজের জন্য, শিল্পের জন্য, শ্রমিক কৃষকের কাজের জন্য। আজ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই রাজ্যে এসে কমিউনিস্ট আন্দোলনকে পিছিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। তিনি বলেন, এরা সাধারণ মানুষের জীবন জীবিকার সমস্যা থেকে সরে গিয়ে জাতপাত ও ধর্মীয় রাজনীতি আমদানি করে বাংলার মাটিকে কলুষিত করেছে। কমিউনিস্টাই এর বিরুদ্ধে বরাবর সোচ্চার ছিল, আছে এবং থাকবে। তাই আমাদেরকেই আরো বেশি করে মানুষের কাছে পৌঁছাতে হবে, জাতপাত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মঞ্চ করে আন্দোলন করতে হবে। তাহলে আমরা বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে পারব। শনিবার ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ২৬তম জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এই কথা বলেন।
পশ্চিম মেদিনীপুর জেলা শহরের বিদ্যাসাগর হলে দু’দিনের জেলা সম্মেলন শুরু হয়েছে। এই জেলা সম্মেলনকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের নামকরণ হয়েছে কমরেড সরোজ রায় নগর এবং বিদ্যাসাগর হলের নামকরণ হয়েছে কমরেড কানাই ভৌমিক ও কমরেড অরুণ মহাপাত্র মঞ্চ। এদিন বিদ্যাসাগর হল ময়দান থেকে এক বর্নাঢ্য মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে। প্রচণ্ড দাবদাহকে হওয়া উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। কোমরে ব্যথা ও অসুস্থ শরীর নিয়ে দলের কর্মীদের সঙ্গে মিছিলে হাঁটেন ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি। অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য গৌতম রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব ভট্ট, জেলা সম্পাদক অশোক সেন, বিমল ভট্টাচার্য, প্রভাস পাত্র, পীযুষ মহন্ত, মিহির পাহাড়ি, শিশির পাত্র, কুন্তল খামরই, শংকর পাত্র, শেখ গিয়াসউদ্দিন, শ্যামল দাসপট্টনায়ক, বাবলু বিশ্বাস সহ জেলা ও আঞ্চলিক পরিষদের নেতৃবৃন্দ। পাটির ২৬ তম জেলা সম্মেলনের পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি। শহীদ বেদিতে মাল্যদান করেন রাজ্য সম্পাদক সহ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, জেলা কার্যকরী কমিটির সদস্য ও আঞ্চলিক পরিষদের সদসাগণ।
পার্টির প্রতিষ্ঠার শতবর্ষে প্রয়াত প্রবাদপ্রতীম নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিদ্যাসাগর হলে অধিবেশন উদ্বোধন করেন ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি বলেন, পার্টির প্রতিষ্ঠার শতবর্ষ চলছে। এই শতবর্ষে আমাদের শপথ পার্টিকে আরও সংগ্রামে নিয়ে যেতে হবে। পার্টিকে সুশৃংখল, সুশিক্ষিত ও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, কংগ্রেসের অপদার্থতা ও অপশাসনের জন্য দেশে প্রতিক্রিয়াশীল ও ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় এসেছে। এরা ব্রিটিশের দালালি করেছিল। এরা দেশদ্রোহী আরএসকে সংগে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন রয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের দেশের রাষ্ট্রের ক্ষমতা থেকে এই শক্তিকে সরাতে হলে শুধু কোন একটি কমিউনিস্ট দলের পক্ষে তা সম্ভব নয়, বামপন্থী সমস্ত দল ও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একত্রিত হয়ে এদের পরাস্ত করতে হবে।এদিন সভায় শোক প্রস্তাব পাঠ করেন জেলা সহ সম্পাদক প্রভাস পাত্র। সভাপতি মন্ডলী, স্টিয়ারিং কমিটি, মিনিটস কমিটি ও ক্রেডেনশিয়াল কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন অশোক সেন। তাকে সমর্থন করেন সহ সম্পাদক বিপ্লব ভট্ট। সম্পাদকীয় খসড়া প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক অশোক সেন। ভাতৃপ্রতীম সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিভিন্ন নেতৃত্ব। জেলা সম্মেলনে মোট ১৮৬ জন প্রতিনিধি উপস্থিত হয়েছেন।