বন্যা দূর্গত ঘাটালে জেলা প্রশাসনের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা : শারদীয়ার উপলক্ষে নজিরবিহীন উদ্যোগ নিলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসন। মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যা দুর্গত ২৭০০ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

পুজোর মুখে সেই বস্ত্র বিতরণ ঘিরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা,ঘাটাল বিডিও সহ জেলা মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এই উদ্যোগ সম্পর্কে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, “শারদীয়ায় আনন্দে সবাইকে সামিল করাই আমাদের লক্ষ্য। সমাজের প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটাতেই এই প্রচেষ্টা।