জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান “স্নেহ” যেন এক নতুন আলো ছড়াল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান “স্নেহ” যেন এক নতুন আলো ছড়াল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে। কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়—এটি হয়ে উঠল ভালোবাসা, মর্যাদা আর মানবিকতার মিলনক্ষেত্র। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী, অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোনাইয়া,অতিরিক্ত জেলা মিশন ডিরেক্টর ডঃ গোবিন্দ হালদার,অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত)মৌমিতা সাহা,অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল,মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ জনপ্রতিনিধিরা।
জেলাশাসক খুরশেদ আলী কাদেরী কেক কেটে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এবং স্পষ্ট বার্তা দেন—“এরা করুণার পাত্র নয়, এরা সমাজের গর্ব।” তাঁর আহ্বান—সকল নাগরিক এগিয়ে আসুক, স্বপ্ন পূরণের পথে এই শিশুদের পাশে দাঁড়াক। অনুষ্ঠানে দৃষ্টিহীন হয়েও আই এ এস পদে উত্তীর্ণ শ্রী কেম্পা হোনাইয়ার জীবন সংগ্রামের গল্প উপস্থিত সকলকে গভীরভাবে আলোড়িত করে। এই দিনে ১৪৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে দেওয়া হয় স্পন্সরশিপ, উপহার, নিউট্রিশন কিট ও আঁকার সরঞ্জাম। আর প্রতিটি মায়ের হাতে তুলে দেওয়া হয় শাড়ি।