আমাদের পাড়া আমাদের সমাধান, ঘাটাল পঞ্চায়েত সমিতি পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ সুপার!

নিজস্ব সংবাদদাতা : দুয়ারে সরকারের পরে এবার 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। মুখ্যমন্ত্রীর কথায়, "অনেক সময় দেখা যায়, একটা জলের কল বসানো বা একটি বৈদ্যুতিক খুঁটি বসানো দরকার - এরকম ছোট ছোট সমস্যা থেকে যায় । এই প্রকল্প সেই সমস্যাগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে ।" আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি ভারতবর্ষের অন্য কোথাও হয়নি। ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শনে এই কথা বলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলি কাদরি।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত, দেওয়ানচক ২ গ্রাম পঞ্চায়েতের ঘোলসাইতে পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ।

খুরশিদ আলি কাদরি বলেন, এখনো পর্যন্ত জেলায় ৩০০ টি শিবিরে ৫ লাখ মানুষ শিবিরে সাড়া দিয়েছেন। বন্যায় মহকুমার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সারানো শুরু হবে। জেলা শাসক বলেন, ৬০ থেকে ৭০ ভাগ ক্ষেত্রে রাস্তার সমস্যার কথা বলছেন মানুষজন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বিকাশ কর সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

এইদিন ঘাটালের মহকুমাশাসকের দপ্তরে বৈঠক করেন জেলাশাসক এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার। ঘাটালের বিস্তীর্ণ এলাকা দফায় দফায় প্লাবিত হয়েছে। পাড়া সমাধান প্রকল্প স্থগিত রাখা হয়েছিল। জল নেমে যাওয়ায় ফের শুরু হয়েছে এই শিবির জানিয়েছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস।জেলা শাসক বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান, শিবিরে মানুষ তাদের পাড়ার সমস্যার কথা বলবেন, সরকার নথিবদ্ধ করবে এবং সমাধান হবে।