আমাদের পাড়া আমাদের সমাধান, ঘাটাল পঞ্চায়েত সমিতি পরিদর্শনে জেলাশাসক!
নিজস্ব সংবাদদাতা : দুয়ারে সরকারের পরে এবার 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। মুখ্যমন্ত্রীর কথায়, "অনেক সময় দেখা যায়, একটা জলের কল বসানো বা একটি বৈদ্যুতিক খুঁটি বসানো দরকার - এরকম ছোট ছোট সমস্যা থেকে যায় । এই প্রকল্প সেই সমস্যাগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে । ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শনে এই কথা বলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলি কাদরি।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত, বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন । ঘাটালের অধিকাংশ এলাকা থেকে বন্যার জল নেমে গেলেও এখনও বেশ কিছু নিচু অঞ্চলে জল জমে রয়েছে। গ্রামের ভিতরের রাস্তাগুলি ডুবে থাকায় সাধারণ মানুষকে প্রতিদিনই ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলি কাদরি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বিকাশ কর সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে ঘাটাল মহকুমা প্রশাসকের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলি কাদরি হাতে বিদ্যাসাগরের মূর্তি তুলে দিলেন।এরপর পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক বিদ্যাসাগর শিশু উদ্যান ও বর্ণপরিচয় গেট পরিদর্শন করেন ।