মেদিনীপুর শহরে শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘পুজো কার্নিভাল’!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘পুজো কার্নিভাল’। শহরের বটতলা চক থেকে গোলকুয়া চক পর্যন্ত রঙে, আলোয়, ঢাকের তালে জমজমাট হয়ে উঠেছিল গোটা শহর। একের পর এক পুজো কমিটির শোভা যাত্রায় ভেসে উঠেছিল প্রতিমা, থিম ও আলোকসজ্জার মনোমুগ্ধকর। চারিদিকে উল্লাস, আবেগ আর উৎসবের সুরে মেতে উঠেছিল মেদিনীপুরবাসী।কার্নিভালের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া।
এদিনের কার্নিভালে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশেদ আলি কাদেরি,পুলিশ সুপার ধৃতিমান সরকার,সাংসদ জুন মালিয়া, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, পিংলার বিধায়ক অজিত মাইতি,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা রানী মাইতি, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ IAS শ্রীনিবাস ভেঙ্কট রাও,মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,পৌরপ্রধান সৌমেন খান,সকল ওয়ার্ড কাউন্সিলরা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। রাস্তার দুই পাশে উপচে পড়া দর্শকের ভিড় উৎসবের আবহকে করে তোলে আরও প্রাণবন্ত। উৎসবের আবহে এক অনন্য বার্তা ছড়িয়ে দিল মেদিনীপুরের এই পুজো কার্নিভাল— যেখানে মিলেমিশে গেল ভক্তি, সংস্কৃতি ও আনন্দের সুর। বিশেষভাবে নজর কেড়েছে পুলিশ লাইন হাউসিং দুর্গাপুজো কমিটি।
সারাবছর নিরাপত্তা দিতে ব্যস্ত এই পুলিশ কর্মকর্তা তারা নিজের পরিবারকে সময় দিতে পারেন না, পুলিশ লাইনে দুর্গোৎসব আয়োজন করা হয়, তাদের পরিবার পরিজন দের জন্য। এবার তাঁদেরই এই পুজোর থিম কার্নিভালে উঠে এসেছে এক আবেগঘন বার্তা “মোদের গর্ব, মোদের ভাষা”।এই থিমের মাধ্যমে তারা জানিয়েছে,যেমন নিজেদের দায়িত্বের প্রতি গর্ব তাঁদের, তেমনই বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতিও তাদের অগাধ ভালোবাসা।পুজো কার্নিভালে পুলিশের এই সৃজনশীল উপস্থাপনা শহরবাসীর মন জয় করেছে, আর মুখ্যমন্ত্রীর আহ্বানকে বাস্তব রূপে প্রকাশ করেছে—“মোদের গর্ব, মোদের ভাষা”,এই মন্ত্রেই আজ গর্বে ভরে উঠেছে গোটা মেদিনীপুর।