পশ্চিম মেদিনীপুরে আবগারি দপ্তর চোলাই মদের বিরুদ্ধে অভিযান!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিভিন্ন অঞ্চলে ১৭ই এপ্রিল বৃহস্পতিবার রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে যৌথ অভিযান চালাল আবগারি দপ্তর ও সবং থানার পুলিশ। অভিযানে অংশ নেয় খাজুরি, হরেকৃষ্ণ বুথ, দাঁদরা অঞ্চলের চাঁদকুড়ি, বড়চাহারা, সানচাহারা ও সারতা অঞ্চলের সরিষা সহ একাধিক এলাকা। অভিযান চলাকালে উদ্ধার হয় চোলাই মদ তৈরির কাঁচামাল এবং চোলাই মদ। অভিযানে ধৃত হয়েছে ইপু ভক্তা। আবগারি দপ্তর জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে এবং আরও অভিযান চালানো হবে।