পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত!
চন্দ্রকোনা রোড সুমন পাত্র : শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে ঘিরে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প কর্মীদের বিক্ষোভ।তাদের বেতন ও ভাতা অত্যন্ত কম এদিন তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী।কর্মীদের উত্তর দিতে না পেরে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের করন থেকে বেরিয়ে গেলেন মন্ত্রী।অঙ্গনওয়াড়ি কর্মীরা চিৎকার করে বলতে শুরু করেন, ‘আমাদের বেতনটা বাড়িয়েও কেটে নিলেন!’ অবশ্য মন্ত্রী দাঁড়িয়ে থেকে সবার অভাব-অভিযোগ শোনেন। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের এক ব্লক স্তরীয় নেতা জানিয়েছেন এই বিক্ষোভ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রশ্ন বুঝিয়ে দিচ্ছে দলে শুদ্ধিকরণ দরকার। মন্ত্রী লাল বাতি চড়ে ঘুরে বেড়ায় সারাদিন মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে না এবং মানুষের সাথে নিবিড় জনসংযোগ নেই। আমরা প্রয়োজনে কোন সেলিব্রিটি কিংবা বহিরাগত প্রার্থী মেনে নেব কিন্তু উনাকে আর প্রার্থী হিসেবে মানবো না। একই সুর দলের প্রায় অধিকাংশ বুথ ও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীদেরও। প্রসঙ্গত উল্লেখ্য শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো বারবার জড়িয়েছেন বিতর্কে।