ভোটার তালিকায় তালিকাভুক্তি এবং সংশোধনের জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো ঘাটাল কলেজে!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কলেজে ছাত্রীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চাঁইপাট শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয় এবং চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় ও এই কর্মশালা পরিচালনা করা হয়। এ সময় কলেজের ইলেক্টোরাল লিটারেসি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সুমন বিশ্বাস, মেদিনীপুর জেলার ঘাটালের সাব-ডিস্ট্রিক্ট কালেক্টর আলোচনা করেছেন: নির্বাচনী তালিকা ১২ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এক মাসের জন্য রক্ষণাবেক্ষণ করা হবে। পয়লা জানুয়ারী ২০২৫ তারিখে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ আবেদন করতে পারেন। বিএলও অর্থাৎ ভোটকেন্দ্রের কর্মকর্তারা বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটকেন্দ্রে বসবেন। বিশেষ প্রচারের দিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রে বসবেন বিএল ওরা। অনলাইনে বা হেল্পলাইন মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। ভোটার তালিকা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য, আপনি টোল-ফ্রি নম্বর ১৯৫০ এ কল করতে পারেন। আপনি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা শাসকের মোবাইল নম্বর ৮৩৪৮৬৯১৭২৪ -এও বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, "আমাদের লক্ষ্য একটি সঠিক ভোটার তালিকা তৈরি করা।