ভারতীয় রেডক্রশ সোসাইটি ঘাটাল মহকুমা শাখা উদ্যোগে দুঃস্থদের ত্রাণ সামগ্রীর কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা : ঘাটাল মহকুমার বন্যা দুর্গতের পাশে ভারতীয় রেডক্রশ সোসাইটি ঘাটাল মহকুমা শাখা পাশে দাঁড়ার সব সময়। মঙ্গলবার ৪ঠা নভেম্বর ভারতীয় রেডক্রশ সোসাইটি ঘাটাল মহকুমা শাখা উদ্যোগে চন্দ্রকোনা-২ ব্লকের অঞ্চলের দুঃস্থদের ত্রাণ সামগ্রীর হাতে তুলে দেওয়া হয় ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটি ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই , চন্দ্রকোনা-২ ব্লকের বি.ডি.ও উৎপল পাইক,বিধানচন্দ্র হেমরম, পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ,রেডক্রশ সোসাইটির রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায়,মিলন জানা সহ বিভিন্ন সমাজসেবী বৃন্দরা।

গ্রামের ৪০জন পরিবারকে রান্নাঘরের বাসনপত্র এবং ট্রিপল সামগ্রীর বিতরণ করা হয়৷ গত কয়েক এক নাগাড়ে ভারী বৃষ্টির জেরে ফুলেফেঁপে বিপদসীমা ছাড়িয়েছে শিলাবতী নদী ৷এতেই চরম বিপাকে পড়েছেন পরিবারগুলি ৷ এমন দৃশ্য আগে কখনও দেখেনি বলে দাবি গ্রামবাসীদের ৷