ভারতীয় রেডক্রশ সোসাইটি ঘাটাল মহকুমা শাখা উদ্যোগে বন্যার ত্রাণ সামগ্রীর কর্মসূচি!
নিজস্ব সংবাদদাতা : ঘাটাল মহকুমার বন্যা দুর্গতের পাশে ঘাটাল ভারতীয় রেডক্রশ সোসাইটি ও ঘাটালের মহকুমা প্রশাসন পাশে দাঁড়ার সব সময়। ২৫শে অক্টোবর শনিবার ভারতীয় রেডক্রশ সোসাইটি ঘাটাল মহকুমা শাখা উদ্যোগে চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর- ২ অঞ্চলের কুলদহ ফ্লাড সেন্টারে ত্রাণ সামগ্রীর হাতে তুলে দিলেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া,চন্দ্রকোনা ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ মহাদেব মল্লিক এবং প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য ও রেডক্রস সোসাইটির রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায়, ট্রেজারার রামমোহন চক্রবর্তী সহ বিভিন্ন সমাজসেবী বৃন্দরা ।