পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অন্তর্গত মনসুখা এলাকার পার্বতী চকে এক নাবালিকাকে জোর করে মোটরসাইকেলে টেনে নিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ। ৫ই ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় তিনটি মোটরসাইকেলে চার যুবক জড়িত বলে অভিযোগ।মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা তৎক্ষণাৎ চলে আসে । জনতা ঘটনাস্থলে তিন যুবককে আটক করে, অন্যদিকে একজন পালিয়ে যায়। তবে গ্রামের বাইরে কিছুক্ষণ থাকার পর স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে।
খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকরা হুগলি জেলার খানাকুল থানা এলাকার মদনবাটি গ্রামের বাসিন্দা। অভিযুক্তদের নাম বিশ্বজিৎ শাসমল, চিরঞ্জিত জানা, স্বরূপ মাইতি এবং প্রিয়তোষ মাইতি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকরা দাবি করেছে যে, প্রিয়তোষ মাইতির সাথে নির্যাতিতার প্রেমের সম্পর্ক ছিল এবং তারা তার অনুরোধেই এসেছিল। নাবালিকার পরিবার শোক প্রকাশ করেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। পুলিশ নাবালকটিকে একটি নিরাপদ কাউন্সেলিং সেন্টারে পাঠিয়েছে এবং অপহরণের চেষ্টা এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।