ঘাটালের ভারতীয় রেডক্রস সোসাইটি সোসাইটি ও ঘাটাল মহকুমাপ্রশাসন উদ্যোগে ভাই ফোঁটা!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের। দুর্বার পল্লীর মহিলাদের কাছে ভাইফোঁটা নিতে। আসার পরে বেশ কিছুক্ষণ কথা বার্তা হয় ভাই বোনেদের সাথে, তারপরে সমস্ত রীতিনীতি মেনে ওরা মনে মনে উচ্চারণ করলেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। তার পর ধান দূর্বা মাথায় ছিটিয়ে ভাইয়েদের দীর্ঘ আয়ু কামনা করেন, যাতে বছর বছর ভাইয়েদের কপালা ফোঁটা দিতে পারে দিদিরা।

আমাদের ভাইয়েরা যেন চিরসুখী হয়। আর ভাই রাও ফোঁটা নিয়ে দিদিদের অন্তর থেকে আশীর্বাদ করলেন। ভাইফোঁটার দিনে ঘাটালের দুর্বার পল্লীতে পৌঁছে দুর্বার মহিলাদের হাত থেকে ফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সহ ঘাটাল মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা।

সকলেই বলছেন ছোটবেলাতে তারা হারিয়েছে পরিবার, তাই ভুলতে বসেছিল ভাইফোঁটা, আর সেই পুরনো স্মৃতি আবার ফিরে পেয়ে চোখের কোনে ওদের জল। বুধবার সকাল থেকে বাড়ি ঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে শাঁক নিয়ে মিষ্টির থালা সাজিয়ে ওরা বসেছিল ভাইদের অপেক্ষায় পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালের বিবেকানন্দ মোড়ের দুর্বার পল্লীর মহিলারা। একটু পরেই আসলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দোলই, ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই, ঘাটাল বিডিও, রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায় থেকে শুরু কর এলাকার বহু গুনিজনেরা। ভাইয়েরাও দিদিদের হাতে তুলে দিলেন উপহার।