ঘাটাল রেডক্রশ সোস্যাইটির উদ্যোগে রক্ত দান শিবির!

নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে ভারতীয় রেডক্রশ সোস্যাইটি ঘাটাল মহকুমা শাখার উদ্যোগে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে ঘাটাল রেডক্রশ সোস্যাইটির উদ্যোগে ঘাটাল রেডক্রশ সোসাইটির ভবনে ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো গত বুধবার ১৬ জুলাই।

শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী ড: মানস রঞ্জন ভূঁইয়া,ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,ঘাটাল রেডক্রশ সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী,ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বিকাশ কর, জেলা পরিষদ সদস্য শংকর দলুই, ঘাটাল এআরটিও,কৃষি সেচ কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত,দিলীপ মাজি,খড়ার পৌরসভার পৌরপিতা সন্ন্যাসী দোলুই,ক্ষীরপাই পৌরসভার পৌরপিতা দুর্গাশংকর পান,শুভদীপ সিংহ রায়,মিলন জানা, তাপস কুমার পোড়েল, সুভাষচন্দ্র দত্ত, শুভঙ্কর ঘোষ,ভোলানাথ ঘোষ, রামমোহন চক্রবর্তী, সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরের মোট ৫০জন রক্তদাতা রক্ত দান করেন। রেডক্রশ সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই বলেন বিগত কয়েক বছর ধরে এ ধরনের রক্তদান শিবির আয়োজন করা হয়।

বন্যা পরিস্থিতি ও তীব্র গরমের জন্য রক্তসঙ্কট মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। তার ফলে হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দিচ্ছে। আমাদের প্রিয়জনকে বাঁচাতে আমাদেরই এগিয়ে আসতে হবে।যতবেশি রক্তদান হবে, দ্রুততার সঙ্গে রক্তসংকট মিটবে। সেচমন্ত্রী ড: মানস রঞ্জন ভূঁইয়া কিছু জনকে হেলমেট ও চারা গাছ তুলে দেন।