ঘাটাল মহকুমাতেও মহকুমা প্রশাসনের উদ্যোগে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের ঝলক!

বরুণ কুমার বিশ্বাস : আজ ২৬ শে জানুয়ারি ভারতবর্ষের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে, ভারতের অন্যান্য অংশের মতো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমাতেও মহকুমা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত মর্যাদার সঙ্গে আজকের দিনটি পালিত হল। ঘাটাল মহকুমার মহকুমা শাসক শ্রদ্ধেয় সুপ্রভাত চট্টোপাধ্যায় মহাশয় জাতীয় পতাকা উন্মোচন করেন এবং ঘাটাল বাসীর উদ্দেশ্যে তাঁর বার্তায় প্রশাসনিক কাজকর্মের বহু পরিসংখ্যানের সাথে সাথে তিনি সম্প্রীতি ও ঐক্যের কথা অধিবাসীবৃন্দকে স্মরণ করিয়ে দেন।

স্কুল, কলেজ, পুলিশ বাহিনী ছাড়াও বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যগণ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ ছাড়াও বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সদ্য দিল্লি থেকে অনুমোদন প্রাপ্ত নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ঘাটাল শাখা উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দেয়। ঘাটাল মহকুমার মহকুমা শাসক ঘাটালের সরকারি হাসপাতাল, সংশোধনাগার সহ বিভিন্ন দুঃস্থ মানুষজনের মধ্যে ফল বিতরণ করেন।