১০ জন ডি.এম. সহ মোট ৬৪ জন প্রশাসনিক আধিকারিক বদলী হয়ে গেলেন আজকেই নবান্নের আদেশক্রমে!
বরুণ কুমার বিশ্বাস : ২৭ শে অক্টোবর, নির্বাচন কমিশনের এস.আই.আর. ঘোষণার হওয়ার ঠিক পূর্বেই নবান্নের নির্দেশে বদলি হয়ে গেলেন ১০ জেলার ডি.এম .সহ মোট ৬৪ জন প্রশাসনিক আধিকারিক। এদের মধ্যে রয়েছেন ঘাটাল মহকুমার অত্যন্ত জনপ্রিয় এস.ডি.ও. সুমন বিশ্বাসও। তিনি বদলি হয়ে চলে যাচ্ছেন দুর্গাপুরের এস.ডি.ও. হয়ে। ঘাটালের বহুমুখী শিক্ষা, সংস্কৃতি এবং অন্যান্য সরকারি প্রকল্পের বিশেষভাবে উদ্যোগী এস.ডি.ও. সুমন বিশ্বাস ঘাটালের প্রত্যেকটি জনগণের মনে একটা শ্রদ্ধার আসন অর্জন করেছিলেন। যুব সম্প্রদায় থেকে বয়স্ক প্রত্যেক মানুষজনের কাছে তিনি হয়ে উঠেছিলেন অত্যন্ত জনপ্রিয়, যেটা সাধারণতঃ রাজনৈতিক প্রতিনিধিরাও অতটা এগিয়ে যেতে পারেন না।
বহু জনমুখী শিক্ষা-সংস্কৃতি মূলক প্রকল্প এবং যুবক যুবতীদের জন্য চাকরির প্রস্তুতির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন মক টেস্ট থেকে শুরু করে শিশু কিশোর দের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তাতে সামিল করে সকল মানুষের মনে একটা শ্রদ্ধার আসন অর্জন করেছিলেন।তিনি যদি প্রোমোশন পেয়ে এ.ডি.এম. হয়ে কোথাও যেতেন তাহলে ঘাটালবাসীর এতটা খারাপ লাগত না। তিনি আবারও সেই এস.ডি.ও. হিসেবেই দুর্গাপুরে বদলি হয়েছেন তাই ঘাটাল বাসীর মন একটু ভারাক্রান্ত হওয়া একান্তই স্বাভাবিক। ঘাটালের বুকে যে একটা শিক্ষা সংস্কৃতির বাতাবরণ গড়ে উঠেছিল অনেকেরই আশঙ্কা উনি চলে যাওয়ার পরে তেমনভাবে আমরা আর সেভাবে অতটা সুযোগ হয়তো আর পাবো না। অনেক ক্ষেত্রেই ঘাটালের অধিবাসীগণ বঞ্চিত হবেন।