ন্যাশনাল স্কুল গেমসে কাবাডি খেলায় রাজ্যস্তরে সুযোগ পেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের এক ছাত্র!
নিজস্ব সংবাদদাতা : কাবাডি, একটি মাঠ বা কোর্টের বিপরীত অংশে দুটি দলের মধ্যে খেলা। এবার ন্যাশনাল স্কুল গেমসে কাবাডি খেলায় রাজ্যস্তরে সুযোগ পেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের এক ছাত্র শিবম পালধি। শিবম ঘাটাল ব্লকের নতুক বিবেকানন্দ বিদ্যামন্দিরের সপ্তম শ্রেণির ছাত্র। বাড়ি হরেকৃষ্ণপুর। বাবা বিশ্বজিৎ পালধি, পেশায় বাস চালক। মায়ের নাম সাথী পালধি। জেলা স্তরের খেলায় নির্বাচিত হয়ে শিবম রাজ্য স্তরের খেলাতে অংশগ্রহণ করবে। শিবমের পরিবার নিম্নমধ্যবিত্ত। সে ফুটবল খেলাতেও যথেষ্ট পারদর্শী।শিবমের দিদি শুভ্রা ওই স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। সেও খেলাধুলায় পারদর্শী। স্কুলের প্রধান শিক্ষক সেখ মহম্মদ আজিজুর রহমান বলেন, শিবম রাজ্যস্তরে কাবাডিতেসুযোগ পাওয়ায় আমরা আনন্দিত। আমরা ওকে উৎসাহিত করেছি। স্কুল থেকে শিবম কে অভ্যর্থনা দেওয়া হবে।