গড়বেতায় জেলা পুলিশের উদ্যোগে স্কুলভিত্তিক জার্মান কাপ ফুটবল প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন আঁধারনয়ন হাইস্কুল!
গড়বেতা,অভিজিৎ সাহা: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে গড়বেতা থানার পুলিশের উদ্যোগে গড়বেতা শহরের স্টেডিয়ামে আয়োজন করা হয় স্কুলভিত্তিক জার্মান কাপ ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আঁধারনয়ন হাইস্কুল ও ঝাড়বনী হাই স্কুল।
জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ২-০ গোলে ঝাড়বনী হাই স্কুলকে পরাজিত করে আঁধারনয়ন হাইস্কুল চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয়। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ডিএসপি (অপারেশন) দেবরাজ ঘোষ, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিংহ, জেলা পরিষদের সদস্য শান্তনু দে, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিএসপি (অপারেশন) দেবরাজ ঘোষ বলেন,“ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত রাখা অত্যন্ত জরুরি।
এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে ওঠে।”বিধায়ক উত্তরা সিংহ হাজরা বলেন,“স্কুলস্তর থেকে এই ধরনের ফুটবল প্রতিযোগিতা পড়ুয়াদের প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা নেয়। জেলা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিংহ জানান,“সমাজে সুস্থ সংস্কৃতি ও ক্রীড়াচর্চা ছড়িয়ে দিতেই পুলিশের এই আয়োজন। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চলবে।”অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানার্স দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা পুলিশের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।