মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে ডানার উদ্যোগে নতুন বস্ত্র উপহার কর্মসূচি!
নিজস্ব সংবাদদাতা : শারদীয়ার আগেই নজিরবিহীন উদ্যোগ নিলেন মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী ইচ্ছে ডানার সংস্থা।প্রান্তিক ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষও যাতে নতুন পোশাকে আনন্দে দুর্গোৎসব পালন করতে পারেন, সেই উদ্দেশ্যে বিগত বছরের ন্যায় এই বছরেও ‘পুজোর উপহার’ তুলে দিলেন।
মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে ডানা তাদের মানবিক প্রয়াস অব্যাহত রেখেছে। শহরের হবিবপুর সংলগ্ন তোরা পাড়ার প্রায় ৮০ জন প্রান্তিক ও আর্থিকভাবে দুর্বল আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মহিলা, শিশুকে নুতন শাড়ি, নুতন জামা উপহার দিলেন।
ইচ্ছেডানা সংস্থাটি বিভিন্নভাবে বিভিন্ন সময় সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকে।এই উদ্যোগ সম্পর্কে শুভাশিস গাঙ্গুলী বলেন, “শারদীয়ায় আনন্দে সবাইকে সামিল করাই আমাদের লক্ষ্য। সমাজের প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটাতেই এই প্রচেষ্টা।