পশ্চিম মেদিনীপুর জেলার উদ্যোগে চালু হলো অত্যাধুনিক ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর পৌরসভা আলাদা ভাবে পেল একটি অত্যাধুনিক ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়াই এই পরিষেবার মূল লক্ষ্য।এইদিন আনুষ্ঠানিক ভাবে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে মেদিনীপুর পৌর এলাকার প্রান্তিক ও অসহায় মানুষ আরও সহজে প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্য পরিষেবা পাবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এই অ্যাম্বুলেন্স নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করবে। এর ফলে শহর ও শহরতলির মানুষের চিকিৎসা সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।