পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার ডেবরাতে অনুষ্ঠিত হলো ভলিবল চ্যাম্পিয়নশিপ!
নিজস্ব সংবাদদাতা : ২৭শে ডিসেম্বর শনিবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার ভলিবল ক্লাবগুলি নিয়ে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রথমবার দিবারাত্রি আয়োজিত হলো জেলা ক্লাব ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫।
মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং বাঁশদা ( রাধামোহনপুর, ডেবরা ) শীতলা সংঘের ব্যবস্থাপনায় প্রথমবার জেলার ১৭ টি ব্লকের ১৮ টি ক্লাব অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি,মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত তোরই,সন্দীপ সিংহ, অসিত পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সন্দীপ সিংহ বলেন আগামী দিনে জেলার ভলিবল খেলাকে আরো প্রসারিত করবার লক্ষ্যেই এই আয়োজন। ভলিবল থেকে টেবিল টেনিস, ভারোত্তোলন থেকে যোগাসনl সব ক্ষেত্রেই এগিয়ে বাংলা। এদের সকলের পরিবারের বিশ্ব ভলিবলের চূড়ান্ত শিখরে পৌছাতে পারে তার ই চেষ্টা।
খেলাধুলার সাথে সাথে পড়াশোনাটাকেও সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য বাংলার প্রতিষ্ঠিত খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করে আগামিতে বিদ্যালয় স্তরে খেলাধুলার ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হবে।