রেল রক্ষী বাহিনীর তৎপরতায় হারানো লক্ষাধিক টাকার ব্যাগ উদ্ধার, যাত্রীর মুখে স্বস্তির হাসি!

চন্দ্রকোনা রোড, অভিজিৎ সাহা : রেল রক্ষী বাহিনীর (আরপিএফ) তৎপরতায় ১৫ই জানুয়ারী বৃহস্পতিবার সকালে চন্দ্রকোনা রোড রেল স্টেশন থেকে এক যাত্রীর প্রায় লক্ষাধিক টাকা মূল্যের দামী ব্যাগ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, বলরাম গরাই নামে এক যাত্রী তাড়াহুড়োর কারণে নিজের ব্যাগটি স্টেশনে রেখে আসানসোলগামী ট্রেনে উঠে পড়েন। কিছুক্ষণ পর স্টেশন চত্বরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগটি কর্তব্যরত রেল রক্ষী বাহিনীর সদস্যদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাঁরা ব্যাগটির মালিকের খোঁজ শুরু করেন।প্রথমে স্টেশন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও মালিকের সন্ধান না মেলায় আশপাশের বিভিন্ন স্টেশনে মাইকিং করে ঘোষণা করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ব্যাগটির প্রকৃত মালিক হিসেবে বলরাম গরাইকে শনাক্ত করা হয়। সমস্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর হাতে ব্যাগটি তুলে দেওয়া হয়। ব্যাগ ফিরে পেয়ে খুশি বলরাম গরাই বলেন, “রেল রক্ষী বাহিনীর তৎপরতার জন্যই আমি আমার দামী ব্যাগটি ফিরে পেলাম। তাঁদের সক্রিয়তা ও সততার জন্য বহু যাত্রী হারানো সামগ্রী ফিরে পান।” তিনি চন্দ্রকোনা রোড আউট পোস্টের আরপিএফ কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।এই ঘটনায় ফের একবার যাত্রী নিরাপত্তা ও হারানো সামগ্রী উদ্ধারে রেল রক্ষী বাহিনীর দায়িত্ববোধ ও সততার দৃষ্টান্ত সামনে এল।