পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা,সরকারি বাসের তলায় মারুতি ভ্যান!

নিজস্ব সংবাদদাতা : রবিবার,৪ জানুয়ারী পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মাদপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, লাল সিগন্যালে একটি সরকারি যাত্রীবাহী বাস থামানো হয়েছিল। তার ঠিক পিছনে একটি মারুতি গাড়িও থামানো হয়েছিল। ওই মারুতি গাড়িতে চালক এবং একটি শিশু সহ পাঁচজন ছিলেন। হঠাৎ করেই বেপরোয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়িটিকে ধাক্কা দেয়। ফলে মারুতি গাড়িটি সরকারি বাসের নিচে চলে যায়। এবং গাড়িটিও সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল দেখার সাথে সাথেই দ্রুত মারুতি গাড়িতে থাকা সকলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। চিকিৎসক মারুতি গাড়ির চালককে মৃত ঘোষণা করেন। বাকি চারজন বর্তমানে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে, দুর্ঘটনার সময় পিংলার বিধায়ক অজিত মাইতি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি আহতদের হাসপাতালে পৌঁছাতেও সাহায্য করেছিলেন। খবর পেয়ে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। এই দুর্ঘটনায় ট্রাকের চালক মাতাল ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।